সন্ন্যাসিনী হুয়ানা, নারীবাদেরও আগের এক নারীর উপাখ্যান
তাঁর শতাধিক অপ্রকাশিত লেখার মধ্যে হাতে গোণা কয়েকটি পাণ্ডুলিপি মাত্রই অবশিষ্ট ছিল। সেই থেকেই ইতিহাসের ভস্মাবশেষ থেকে হুয়ানাকে পুনরুদ্ধার করেন অক্তাভিও পাজ। ১৯৮৮ সালে, জন্মের প্রায় ৩৫০ বছর পর পাজের কলমে প্রকাশিত হয় ‘সর হুয়ানা অর দ্য ট্র্যাপস অব ফেইথ’, পুনর্জন্ম ঘটে পৃথিবীর অন্যতম প্রথম এক নারীবাদী কলমের। আভিলা শহরের আরেক সন্ন্যাসিনী তেরেসাকে প্রতিধ্বনিত করে যিনি লিখেছিলেন, “যে কি না রাঁধে, সে কিন্তু চাইলে পরে দর্শনতত্ত্বের বিষয়েও গভীর আলোচনা করতে পারে!”
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 18 February, 2023 | 275 | Tags : Feminism Sor Juana Inés de la Cruz Octavio Paz